সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২


টাইফয়েডের প্রকোপ দেশে এখনও উদ্বেগজনক, সতর্কতা গণশিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ অক্টোবর ২০২৫, ১৪:১৪

ফাইল ছবি

ফাইল ছবি

টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা ও টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, টাইফয়েডের প্রকোপ বাংলাদেশে এখনও উদ্বেগজনক এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়ায় রোগটি আরও জটিল হয়ে উঠছে। তাই সবাইকে খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা ও টিকাদানে সচেতন হতে হবে।

রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমাদের দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসা ব্যয়বহুল। এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দিন দিন বাড়ছে, ফলে অনেক ওষুধই এখন আর কার্যকর নয়। এর ফলেই প্রতিবছর অসংখ্য শিশু টাইফয়েডে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। তাই আমাদের নিজেদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনতে হবে—খাবার গ্রহণে সতর্কতা, নিয়মিত হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং অবশ্যই টিকা গ্রহণকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে শুধু সরকারের নয়, সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। যত বেশি অভিভাবক এ উদ্যোগ সম্পর্কে জানবেন, তত বেশি শিশুকে আমরা সুরক্ষার আওতায় আনতে পারব।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত দায়িত্ব। প্রত্যেক পরিবার, শিক্ষক, এবং সম্প্রদায় যদি সতর্ক থাকে ও টিকা গ্রহণে উৎসাহিত করে, তাহলে টাইফয়েডকে আমরা পুরোপুরি পরাজিত করতে পারব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিম লিড সুধীর যোশী এবং ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ চন্দ্রশেখর সোলায়মান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের টিকা কেন্দ্র পরিদর্শন করেন এবং টিকাদান কার্যক্রমের অগ্রগতি দেখেন।

এক মাসব্যাপী এই জাতীয় কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। সরকারের লক্ষ্য, সারাদেশে প্রায় পাঁচ কোটি শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

সোমবার ১৩ অক্টোবর ২০২৫