সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি : সংগৃহীত
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৮তম (বিশেষ) বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের গেজেট অবিলম্বে প্রকাশ ও পদায়নের দাবি জানিয়েছে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরাম।
আজ (সোমবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরামের পক্ষে ডাক্তার দেবাশীষ চন্দ্র দাস বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় গত অক্টোবরের মধ্যে ২০০০-এর অধিক চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই লক্ষ্যে গত ২৯ মে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৮ জুলাই এমসিকিউ ধরনের লিখিত, ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাইভা পরীক্ষা নিয়ে ১১ সেপ্টেম্বরে চূড়ান্ত ফলাফল প্রকাশিত করে। ইতোমধ্যে ৩ মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে কিন্তু গেজেট প্রকাশ পায়নি।
তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে বাংলাদেশে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। যে কারণে তৃণমূলের স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। দেশের উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে তীব্র চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও ৩৫০০-এর বেশি প্রস্তুত চিকিৎসককে অলস বসিয়ে রাখা হয়েছে। এ সমস্যা নিরসনের উদ্দেশ্যে দ্রুততম সময়ে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নিয়োগ দেওয়ার বিশেষ প্রয়োজন।
দেবাশীষ চন্দ্র দাস বলেন, দ্রুত সরকারি নিয়োগের আশায় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত অনেক চিকিৎসক তাদের চলমান উচ্চতর প্রশিক্ষণ যেমন : এফসিপিএস বা এমডি-এমএস (কোর্স) ছেড়ে দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছান মূল কারণ ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত নিয়োগের আশ্বাস। কিন্তু ৩ মাস গড়িয়ে গেলেও চূড়ান্ত গেজেট প্রকাশ ও পদায়ন না হওয়ায় এই তরুণ চিকিৎসকরা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। একদিকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে উচ্চতর শিক্ষা থেকে বিরতি নেওয়ায় তাদের একাডেমিক ধারাবাহিকতাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে ৪৮ তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)