শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১


বিএসএমএমইউয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক শাহীনুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শাহীনুল আলম। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বিএসএমএমইউ, ১৯৯৮ এর ১৫(১) ধারা অনুসারে অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলমকে নিম্নবর্ণিত শর্তে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) এর শূন্য পদে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো:

(ক) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে।

(খ) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

(গ) তিনি বিধি অনুযায়ী উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) পদের সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

(ঘ) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তিনি দায়িত্বাবলী পালন করবেন।

(ঙ) রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ হতে কার্যকর হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শনিবার ২৩ নভেম্বর ২০২৪