মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


রাজধানীর উত্তরায় রাজউকের অভিযানে ভবনের আশিংক অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৭

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরা রানাভোলা সিরাজ মার্কেট এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চলাকালীন নকশা বহির্ভূত ভবনে আংশিক অপসারণ করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ উচ্ছেদ অভিযান চালায়।

মোহাম্মদ শামসুল হক বলেন, রাজউক প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে। ধারাবাহিকভাবে আজকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরা রানাভোলা সিরাজ মার্কেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়। এছাড়াও রাস্তা দখল করে ভবন নির্মাণের সামগ্রী রাখায় তাৎক্ষণিকভাবে তা অপসারণ এর ব্যবস্থা করা হয়। এবং মালামাল রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্ক করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মোঃ মাসুদুর রহমান,মো.নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদীসহ রাজউকের অন্য কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪