সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১


পূর্বাচলে প্লটের ডাটাবেজ করছে রাজউক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২৪, ১২:৫৩

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প আবাসিক এলাকার প্লটের পূর্ণাঙ্গ ডাটাবেজের লক্ষ্যে খালি, অবরাদ্দ করা মোট প্লটের বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করছে রাজউক। সে লক্ষ্যে কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে কার্যক্রমটি পরিচালনা করার জন্য নির্দেশনা দেন।

নির্দেশনায় বলা হয়, গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে খালি, অবরাদ্দকৃত প্লটের তথ্যসহ মোট প্লটের বরাদ্দ সংক্রান্ত প্রতিবেদন রাজউকের চেয়ারম্যান বরাবর দাখিল করতে হবে।

রাজউক সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে এবং সদস্য সচিব করা হয়েছে উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাবিবুর রহমানকে।

কমিটির বাকি সদস্যরা হলেন- রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) নায়েব আলী শরীফ, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. ইফতেখারুল ইসলাম এবং রাজউকের সহকারী প্রোগ্রামার ফিরোজ মাহমুদ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৫ ভোর
যোহর ১১:৫৭ দুপুর
আছর ০৪:২৫ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৮ রাত

সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪