বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ছবি সংগ্রহীত
জো বাইডেনের অদক্ষ ও দুর্বল নেতৃত্বের কারণে আমেরিকা এক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং ধসে পড়ছে! আমেরিকা এখন বিশ্ববাসীর হাসি-ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি শহরের সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার (ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে ১৫ জনতে হত্যা) পর নতুন মেয়াদে আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন।
ট্রাম্প তার ট্রুথ নামক সোশ্যাল মিডিয়ায় ওই মন্তব্য পোস্ট করেছেন। এতে তিনি আরও লিখেছেন, আর এ ঘটনা ঘটছে সীমান্ত খুলে রাখার জন্য!
অদক্ষ ও দুর্বল নেতৃত্ব আমাদের এবং বাস্তবে নেতৃত্বহীনতার কারণেই এইসব ঘটনা ঘটেছে! গত বুধবার নিউ-অর্লিয়ন্স শহরে সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ট্রাম্প সে সময় এই ঘটনার সঙ্গে অবৈধ অভিবাসীদের সম্পর্ক থাকার দাবি তুলে বলেছেন, বিদেশ থেকে যেসব অপরাধী বা সন্ত্রাসীরা আসছে তারা আমাদের দেশের অপরাধীদের চেয়ে অনেক জঘন্য।
ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে এখন অপরাধের মাত্রা এমন পর্যায়ে যে তা এর আগে কেউ কখনও দেখেনি!
টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ৪২ বছর বয়স্ক এক মার্কিন নাগরিক ওইদিন নিউ-অর্লিয়ন্স শহরে এসে নববর্ষের উৎসবে ব্যস্ত মানুষের ওপর গাড়ি চালিয়ে দেন এবং এরপর গুলি বর্ষণ করেন।
তার হাতে ছিল কথিত আইএস বা দায়েশের পতাকা ও তার মাইক্রোবাসে ছিল কিছু অস্ত্রশস্ত্র ও বোমা। এই ব্যক্তি অতীতে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও'র মতে এই ব্যক্তি রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, নানা সাক্ষ্যপ্রমাণ থেকে মনে হচ্ছে নিউ-অর্লিয়ন্স শহরে প্রাণঘাতী এই হামলাকারী আইএস বা দায়েশের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।
মার্কিন সরকারি সংস্থাগুলো সম্পর্কে ট্রাম্পের এইসব প্রতিবাদ বিভিন্ন বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীদের মুখে বার বার উচ্চারিত হুঁশিয়ারিগুলোকে স্মরণ করিয়ে দেয়। ওইসব সতর্কবাণীতে যুক্তরাষ্ট্র যে ক্রমেই পতনের দিকে এগোচ্ছে তা উল্লেখ করা হয়েছে।
#সোনিয়া
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)