মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২


গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনি দু’পক্ষের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২ ফেব্রুয়ারী ২০২৫, ০০:১৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গাজার নিয়ন্ত্রণ নিতে প্রয়োজন হলে হামাসের সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে এ তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা হুসেইন আল-শেখ। সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের এ বৈঠকটি হয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পদত্যাগ বা মৃত্যুবরণ করলে হুসেইন আল-শেখের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনিই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

গাজা বর্তমানে হামাসের শাসনে পরিচালিত হচ্ছে। কিন্তু ফিলিস্তিনি অথরিটির লক্ষ্য হলো গাজা নিয়ন্ত্রণ করবে একটি কমিটি। আর এই কমিটির বেশিরভাগ সদস্য গাজার বাইরের থাকবে।

মিডেল ইস্ট আইকে একটি সূত্র জানিয়েছে, রিয়াদে ট্রাম্পের দূতের সঙ্গে ফিলিস্তিনি এই কর্মকর্তার বৈঠকের ব্যবস্থা করে দিয়েছে সৌদি আরব। তবে সৌদি আগে থেকে এ পরিকল্পনার ব্যাপারে কোনো কিছু জানত না।

ফিলিস্তিনি অথরিটি যাকে গাজার শাসক বানাতে চায়

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দীর্ঘদিনের পরামর্শক জিয়াদ আবু আমরকে গাজার শাসক বানাতে চায় ফিলিস্তিনি অথরিটি। তিনি ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী হলেও. তার হাতে অনেক ক্ষমতা থাকবে। তিনি হবেন গাজার শাসক কমিটির প্রধান।

১৯৫০ সালে গাজা উপত্যকাতেই আবু আমরের জন্ম হয়। তবে যুক্তরাষ্ট্রের কাছে তার গ্রহণযোগ্যতা থাকবে। কারণ তিনি যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তিনি জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩৩ সন্ধ্যা
এশা ০৭:৪৯ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫