মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের জন্য আরও ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে।
দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শারা বলেন, “আমার অনুমান, নির্বাচনের জন্য আরও চার কিংবা পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমাদের। কারণ এজন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনঃনির্মাণ করতে সময়ের প্রয়োজন।”
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)