বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১


কুয়েতে নতুন আইন

শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখলে জেল-জরিমানার সাজা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন একটি আইন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ দেশ কুয়েত। প্রস্তাবিত সেই আইনে বলা হয়েছে, ১০ বছরের কম বয়সী কোনো শিশুকে পার্ক করা গাড়িতে একা রাখা হলে সেই শিশুর অভিভাবক বা গাড়ির মালিককে সর্বোচ্চ ৬ মাসের কারাবাসের সাজা ভোগ এবং ৫০০ দিনার জরিমানা গুণতে হবে।

কুয়েতের সেনা কর্মকর্তা এবং ইউনাইটেড গালফ ট্রাফিক উইক ২০২৫ কমিটির প্রধান মোহাম্মদ আল সুবহান গতকাল মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়ে বলেছেন, এখন থেকে পার্ক করা গাড়িতে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে রাখা অপরাধ ও আইনের লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে কুয়েতে এবং এজন্য গাড়ির চালক কিংবা মালিককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, নতুন এ আইনের প্রয়োগের ব্যাপারটি দেখভাল করবেন কুয়েতের ট্রাফিক কর্মকর্তারা এবং এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের সহযোগিতা করবেন।

এ আইনটি প্রয়োগের স্বার্থে সাহেল নামের একটি অ্যাপ চালু করেছে কুয়েতের সরকার। এ অ্যাপটির মাধ্যমে আইনলঙ্ঘণকারীদেরকে অপরাধ ও সম্ভাব্য শাস্তি সম্পর্কে অবহিত করা হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২০ ভোর
যোহর ১২:১৩ দুপুর
আছর ০৪:১২ বিকেল
মাগরিব ০৫:৫১ সন্ধ্যা
এশা ০৭:০৫ রাত

বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫