বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৫

ফাইল ছবি

ফাইল ছবি

স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বাইরে থেকে যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানি করতে হলে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে।

সংবাদমাধ্যম বলছে, ট্রাম্পের এই আদেশের ফলে পৃথিবীর যে কোনও দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্টিল বা অ্যালুমিনিয়াম বিক্রি করলে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক দিতে হবে। গত বছরজুড়ে নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় গেলে তিনি একাজ করবেন।

ট্রাম্পের বক্তব্য, আমেরিকা থেকে এই দুই পণ্য বিদেশে গেলে রপ্তানি শুল্ক দিতে হয়। সে কারণে তিনিও ওই একই শুল্ক আরোপ করছেন। এছাড়া গাড়ির যন্ত্রাংশ, ওষুধ এবং কম্পিউটার চিপের ওপরেও একইরকম শুল্ক ধার্য করা হতে পারে ইঙ্গিত দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

জার্মানির অন্যতম প্রধান স্টিল উৎপাদন সংস্থা থাইসেনক্রুপ সোমবার জানিয়েছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না। তাদের কথায়, “আমাদের মূল বাজার ইউরোপ, ফলে ট্রাম্পের এই ঘোষণা খুব বেশি প্রভাব ফেলবে না।”

তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্রে যে স্টিল ব্যবহার হয়, তার অধিকাংশই আমেরিকার বিভিন্ন সংস্থা তৈরি করে। ফলে ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব বাজারে খুব বেশি প্রভাব পড়ার কথা নয়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের এই পদক্ষেপ মেনে নিয়েছে। তারা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে তাদের কোনও বক্তব্য নেই।

সংবাদমাধ্যম বলছে, চীন থেকে আমদানি করা পণ্যে ইতোমধ্যেই ১০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর করেছেন ট্রাম্প। এছাড়া রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করার পরেও ওই দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এক মাসের জন্য শুল্ক কার্যকরের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

মূলত করোনা মহামারির পরিস্থিতির পর থেকেই বিশ্বজুড়ে ইস্পাত শিল্পে মন্দা চলছে। আমেরিকার ইস্পাত উৎপাদনকারী সংস্থাগুলো অভিযোগ তুলেছে, কয়েকটি দেশ স্বল্পমূল্যে ‘হট রোলড’ জাতীয় ইস্পাত পণ্য রপ্তানি করায় মার্কিন বাজারে ইস্পাত শিল্পে নেতিবাচক প্রভাব পড়ছে।

একই অভিযোগ উঠেছে অ্যালুমিনিয়ামজাত পণ্য রপ্তানির ক্ষেত্রেও। বাণিজ্যিক পরিসংখ্যান বলছে, আমেরিকায় ইস্পাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বৃহত্তম উৎসগুলো হলো- কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো। তারপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও ভারতের নাম।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫