সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১


মহাকাশ স্টেশনে পৌঁছেছে ইলন মাস্কের স্পেসএক্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৬ মার্চ ২০২৫, ১২:৩৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ক্রু-১০।

রোববার (১৬ মার্চ) সকালে তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছে। সেখানে এটির দরজা খুলতে এক ঘণ্টা সময় লেগেছে। ওই মহাকাশযানেই মার্কিন দুই নভোচারী ফিরবেন।

ফ্যালকন ৯ রকেটে ওই মহাকাশযানটিকে পাঠানো হয়েছে। শনিবার ভোরে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল।

রোববার সকাল ৯টা ৫ মিনিটে রকেটটি মহাকাশ স্টেশনে নেমেছে। গোটা প্রক্রিয়া নিরাপদে হয়েছে বলে জানায় নাসা। ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগবে এক ঘণ্টা।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে এই মহাকাশযান। গত ৯ মাস ধরে তারা মহাকাশে আটকে আছেন।

স্পেসএক্সের ক্রু-১০-এ মহাকাশে গিয়েছেন আরো চার নভোচারী। তাদের মধ্যে আছেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

সুনীতারা তাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে পৃথিবীতে ফিরবেন। নাসা জানায়, গন্তব্যে পৌঁছে গেলেই মহাকাশযানের দরজা খুলে যায় না। আগে নিরাপত্তা এবং বহিরাগত চাপ সংক্রান্ত কিছু পরীক্ষানিরীক্ষা করতে হয়। তার জন্য ঘণ্টাখানেক সময় লাগছে।

রোববার সকাল ১০টা ৫ মিনিটে ক্রু-১০-এর দরজাটি খোলার কথা। তার পরেই বেরিয়ে আসবেন ওই চার জন।

এর পর মহাকাশযানে সুনীতা এবং বুচের ওঠার কথা বেলা ১১টার দিকে। তাদের সঙ্গে পৃথিবীতে ফিরবেন নাসার নিক হগ এবং রাশিয়ান আলেকজান্ডার গর্বুনভ। কিছু দিন আগে তারা মহাকাশ স্টেশনে গিয়েছিলেন।

আগামী বুধবার দুপুর ১টার দিকে সুনীতাসহ চারজনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। নাসা সিদ্ধান্ত নেয়, ওই মহাকাশযানে সুনীতারা ফিরবেন না। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ।

তাদের আট দিনের মহাকাশ সফর ৯ মাসে দীর্ঘায়িত হয়েছে। তবে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই তারা নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫১ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৪:২৮ বিকেল
মাগরিব ০৬:০৮ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

সোমবার ১৭ মার্চ ২০২৫