শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২


ট্রাম্প সব কিছু ধ্বংস করে দিচ্ছে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৫, ১৪:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরে একের পর এর নির্দেশ জারি করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নীতি নিয়ে নানা সমালোচনাও শুরু হয়েছে। এমতাবস্থায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন।

তার দাবি, সব কিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ট্রাম্পের সরকার।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে স্থানীয় মঙ্গলবার প্রথমবারের জন্য জনসমক্ষে আসেন জো বাইডেন। এদিন শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন।

এসময় আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেই বলেও দাবি করেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ট্রাম্প ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে যা করছেন তাকে মোটেই ইতিবাচক বলা যায় না।

ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন।

সাবেক মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ১০০ দিনেরও কম সময়ের মধ্যে, এই নতুন প্রশাসন এতো ক্ষতি করেছে এবং এতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে করেছে যে- একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে।

বাইডেন বলেন, এতো বিভক্তি নিয়ে আমরা চলতে পারি না। আমার শাসনামলে কখনোই মার্কিন সমাজ এতো বিভক্ত ছিল না।

যদিও বাইডেনের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে চাইছে না ট্রাম্প প্রশাসন। বাইডেনের ওই বক্তৃতার পরেই তার সমালোচনা করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।

তার দাবি, ঘুমাতে যাওয়ার সময়ে এই বক্তৃতা দিয়েছেন বাইডেন। একইসঙ্গে বাইডেন মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করে হোয়াইট হাউস।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৮ ভোর
যোহর ১১:৫৯ দুপুর
আছর ০৪:৩১ বিকেল
মাগরিব ০৬:২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৯ রাত

শনিবার ১৯ এপ্রিল ২০২৫