রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
রাশিয়ার একটি ইলিউশিন-৭৬ সামরিক বিমান ইউক্রেন সীমান্তবর্তী দক্ষিণ বেলগোরোড অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ভেতর থাকা ৬৫ ইউক্রেনীয় বন্দিসহ ৭৪ জনের মৃত্যু হয়েছে। বিমানে গুলি করে বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ান।
ইউক্রেনের জেনারেল স্টাফ সূত্র জানায়, রাশিয়ান ইলিউশিন-৭৬ সামরিক বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে যা আজ সকালে বেলগোরোডে বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, ফ্লাইটে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দী ছিল, যাদের বিনিময়ের জন্য নেওয়া হচ্ছিল।
মস্কোর বার্তা সংস্থা তাস জানিয়েছে, ৬ জন রাশিয়ান ক্রু এবং ‘তিনজন সহযাত্রী’ সহ তারা নিহত হয়েছেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)