মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


উত্তরাখণ্ডে হড়কা বান-ভূমিধসে নিখোঁজ অন্তত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৫ আগষ্ট ২০২৫, ১৬:২৪

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ক্লাউডবার্স্টের কারণে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ৫০ জন নিখোঁজ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাজ্যের খীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে পানির প্রবল স্রোত বয়ে এসে উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করছে এবং বহু বাড়িঘর ভেসে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার ভিডিও ধারণ করেছেন। তাদের পোস্ট করা ভিডিওতে আতঙ্কিত লোকজনের চিৎকার শোনা যায়।

উত্তরকাশী পুলিশ পানির প্রবল স্রোতে আশপাশের এলাকার ধ্বংসযজ্ঞের কিছু ছবি পোস্ট করে স্থানীয় বাসিন্দাদের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে। পুলিশ বলেছে, এই ঘটনার পর সবার নদী থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করা উচিত।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, উদ্ধারকারী বিভিন্ন দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘‘উত্তরকাশীর ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এই খবর অত্যন্ত বেদনার এবং উদ্বেগজনক। এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

চলতি মৌসুমে ভারতের উত্তরাঞ্চলীয় এই রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। হরিদ্বারে গঙ্গাসহ প্রধান প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বৃষ্টি সংশ্লিষ্ট দুর্ঘটনায় রাজ্যে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পুরো সপ্তাহের জন্য রাজ্যে ‘ইয়েলো অ্যালার্টও’ জারি রেখেছে আইএমডি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫