শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২


ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ২২:২৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারের রাজধানী নেইপিদো এবং এর সংলগ্ন বিভিন্ন এলাকা। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টা ১ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল নেইপিদো থেকে ৫২ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের মাত্র ১৪ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

ভূপৃষ্ঠের অগভীর এলাকায় উৎপত্তি হওয়ায় স্বাভাবিকভাবেই কম্পনের ধাক্কাও ছিল বেশি। বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের অগভীর এলাকায় সৃষ্ট মাঝারি মাত্রার ভূমিকম্প অনেক সময় গভীরে সৃষ্ট বড় মাত্রার ভূমিকম্পের চেয়েও বেশি শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়।

তবে মিয়ানমার থেকে এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ এবং ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মিয়ানমার ও থাইল্যান্ডে। সেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত হয়েছিলেন ৫ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছিলেন ১১ হাজারের অধিক। থাইল্যান্ডেও শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র : ভলকানো ডিসকোভারি

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪১ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

শুক্রবার ৮ আগস্ট ২০২৫