মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২


‘ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক যুদ্ধ শেষ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৯ আগষ্ট ২০২৫, ২১:৫৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠককে ‌‌‘যুদ্ধ শেষ করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

একই সঙ্গে তিনি বলেন, এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় অগ্রগতি।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘আমরা ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চয়তার বিস্তারিত বিষয় নিয়ে কাজ করছি।’

তিনি জানিয়েছেন, নেতারা এ বিষয়ে সমন্বয় অব্যাহত রেখেছেন এবং আলোচনা এখনও চলমান। জেলেনস্কি যোগ করেন, ‘আমরা প্রয়োজনীয় ফরম্যাটগুলোও প্রস্তুত করছি।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, ‘নিশ্চিতভাবেই নিরাপত্তা নিশ্চয়তা থাকবে।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ভূমিকা রাখবে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপীয় দেশগুলো দেবে, যুক্তরাষ্ট্র সেখানে ‘সমন্বয়কারীর’ ভূমিকায় থাকবে।

সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে—তা এখনো স্পষ্ট নয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫