বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১১:১০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু শিশু নিহত হয়েছে অন্তত ১৮ হাজার ৮৮৫ জন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) মঙ্গলবার জানিয়েছে, গাজায় শিশুদের জন্য আর কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্যসংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

জাতিসংঘ পরিচালিত স্কুলগুলো ঘরবাড়ি ধ্বংসের পর থেকে লাখো মানুষকে আশ্রয় দিচ্ছে। কিন্তু সংস্থাটির ভাষায়, “ফিলিস্তিনিরা জাতিসংঘের পতাকার নিচে আশ্রয় চেয়েছে, অথচ সেই আশ্রয়কেন্দ্রগুলোও হামলার শিকার হচ্ছে। এগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, সেখানে অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে। গাজায় শিশুদের জন্য আর কোনও নিরাপদ স্থান নেই। অবিলম্বে যুদ্ধবিরতি চাই।”

ইউএনআরডব্লিউএ ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে জানায়, ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবার হামলা শুরু করার পর গত পাঁচ মাসে প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

আল জাজিরার হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, ১২ বছর বয়সী আমনা আল-মুফতির শেষ মুহূর্ত। পরিবারের জন্য পানি আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি প্রাণ হারান। ভিডিওতে তার বাবার হৃদয়বিদারক আহাজারিও ধরা পড়ে।

এদিকে জাতিসংঘের সতর্কবার্তার মধ্যেই মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত আটজন খাদ্যসাহায্যের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় প্রাণ হারান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জিএইচএফের বিতরণকেন্দ্রের কাছে ইসরায়েলি সেনারা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এভাবে খাদ্য সহায়তার লাইনে প্রাণ হারানোর সংখ্যা মে মাসের শেষ দিক থেকে এখন প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে।

গাজার হাসপাতালগুলো জানিয়েছে, খান ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে টার্গেট করে হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেইর আল-বালাহতে একটি তাঁবুতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে গাজা সিটিতেও হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মহলের সতর্কবার্তা উপেক্ষা করে মঙ্গলবার গাজার জেইতুন এলাকায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এছাড়া শহরের দক্ষিণাংশে ইসরায়েলি সেনারা একাধিক বাড়ি উড়িয়ে দিয়েছে। পূর্ব গাজার তুফাহ এলাকায়ও ভারী গোলাগুলির খবর পাওয়া গেছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৭ বিকেল
মাগরিব ০৬.৩২ সন্ধ্যা
এশা ০৭:৪৮ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫