বৃহঃস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২


গাজায় বিমান থেকে ত্রাণ ফেলল ইন্দোনেশিয়াসহ ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২১ আগষ্ট ২০২৫, ০৯:৩৩

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

বিমানে করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ ফেলেছে সাতটি দেশ। এরমধ্যে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়াও রয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার সঙ্গে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সিঙ্গাপুর মোট ১৫৪ প্যালেট ত্রাণ ফেলেছে।

একেকটি প্যালেটে কয়েকশ কেজি ত্রাণ থাকে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইন্দোনেশিয়ার সঙ্গে দখলদার ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। খবর টাইমস অব ইসরায়েলের।

গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা হয়। চাপের মুখে গত ২৬ জুলাই থেকে বিমানে করে গাজায় ত্রাণ ফেলার সুযোগ দেয় ইসরায়েল।

এর আগে টানা দুই মাস গাজায় একটি শস্যও প্রবেশ করেনি। এতে করে সেখানকার মানুষ খাদ্য সংকটে পড়েন।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় শত শত মানুষ রাতারাতি অপুষ্টিতে ভোগা শুরু করেন। এখন পর্যন্ত গাজায় অন্তত ৩০০ জন অনাহারে মারা গেছেন।

বিমান থেকে ত্রাণ ফেললেও সেগুলো গাজার মানুষের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া ত্রাণের প্যালেট পড়ে বেশ কয়েকজন মারাও গেছেন। এছাড়া ত্রাণের জন্য মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত বিমান থেকে ৪১৫ টন ত্রাণ ফেলা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৭ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৩৬ বিকেল
মাগরিব ০৬.৩০ সন্ধ্যা
এশা ০৭:৪৬ রাত

বৃহঃস্পতিবার ২১ আগস্ট ২০২৫