সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২


ভারতে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৫ আগষ্ট ২০২৫, ১০:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ভারতে নির্বাচন কমিশনের (ইসিআই) বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে বিরোধী দলগুলো ইসিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে। এর মধ্যে রয়েছে ভোটার জালিয়াতি, কারসাজি এবং তালিকায় অসংগতি। কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিবিসি জানায়, এসব অভিযোগ তুলে বিরোধী দলের নেতারা সম্প্রতি প্রতিবাদ করছেন। তারা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) তাঁর পদ থেকে অপসারণের জন্য একটি অভিশংসন প্রস্তাব আনার কথা ভাবছেন। গত বৃহস্পতিবার সংসদের বর্ষা অধিবেশনের শেষ দিন পর্যন্ত তারা এ প্রস্তাব জমা দেননি। বর্তমানে এটি পাস করানোর মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই।

এদিকে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ইসিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিহার রাজ্যে ১৬ দিনের পদযাত্রা শুরু করেছেন। এক হাজার ৩০০ কিলোমিটার পাড়ি দেওয়ার এই কর্মসূচি ‘ভোটার অধিকার যাত্রা’ নামে পরিচিত। বিহারে এ বছরের শেষের দিকে রাজ্যসভা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজ্য সম্প্রতি ভোটার তালিকা সংশোধনের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ভোট চোর গদি ছাড়: রাহুল গান্ধী

রাহুল গান্ধী গতকাল রোববার বিহারের পূর্ণিয়ায় ‘ভোটার অধিকার যাত্রা’র অষ্টম দিন শুরু করেছেন। তাঁর সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব রয়েছেন। এ দুই নেতা ‘যাত্রা’ চলাকালে মোটরসাইকেল চালিয়েছেন। এর মাধ্যমে তারা সংশোধিত ভোটার তালিকার অনিয়ম তুলে ধরতে চান।

এনডিটিভির খবরে বলা হয়, গত শনিবার কাটিহারে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধী ‘ভোট চোর, গদি ছাড়’ স্লোগান তুলে বলেন, ‘এটা আপনাদের গণমাধ্যম নয়। সন্ধ্যায় টিভি দেখুন। আপনারা এই স্লোগান দেখতে পাবেন না। আপনারা এই ভিড় দেখতে পাবেন না। কারণ, এটি দরিদ্র মানুষের ভিড়। এটি শ্রমিকদের ভিড়, কৃষকদের ভিড় ... আমাদের ভোট চুরি হতে দেওয়া উচিত নয়।’

চব্বিশের নির্বাচনে কারচুপির অভিযোগ

রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ তুলে বলেছেন, ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যোগসাজশ করে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কারচুপি করেছে ইসিআই। তিনি ইসিআইয়ের নিজস্ব নথি থেকে পাওয়া বিস্তারিত তথ্য ব্যবহার করে অভিযোগ করেন, কর্ণাটক রাজ্যের একটি সংসদীয় আসনে এক লাখেরও বেশি ভুয়া ভোটার রয়েছে। এর মধ্যে রয়েছে নকল ভোটার, ভুল ঠিকানা এবং একই স্থানে একাধিক ভোটারের নিবন্ধন।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৯ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬.২৭ সন্ধ্যা
এশা ০৭:৪২ রাত

সোমবার ২৫ আগস্ট ২০২৫