সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাপক ধরপাকড়ের কড়া সমালোচনা করেছেন দেশটির পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দা সাইয়্যেদিন হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশিরাও মানুষ এবং ভারতে তাদের বসবাসের অধিকার আছে। বাংলাদেশিদের নিয়ে হামিদের এমন মন্তব্যে দেশটিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, মানবতার নামে ভ্রান্তিকর কথাবার্তা বলছেন সৈয়দা হামিদ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৈয়দা হামিদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন কিরেন রিজিজু। একই সঙ্গে তার মন্তব্য ‘মানবতার নামে বিভ্রান্তিকর’ বলে অভিযোগ করেছেন দেশটির এই মন্ত্রী। তিনি বলেছেন, এই ধরনের মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও পরিচয়কে দুর্বল করে ফেলার শামিল। এ ছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও দেশটির অন্যান্য রাজনীতিকরাও সৈয়দা হামিদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
কিরেন রিজিজু বলেছেন, ‘‘এটা আমাদের ভূমি ও জাতিসত্ত্বার বিষয়। বাংলাদেশ ও পাকিস্তানে সংখ্যালঘু বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ও শিখদের ওপর কেন নির্যাতন ও নিপীড়ন চালানো হয়? সৈয়দা হামিদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কাছের হতে পারেন, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করা উচিত নয় তার।’’
দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন সৈয়দা হামিদ। সম্প্রতি আসাম সফরে গিয়ে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের সমালোচনা করেন। তার সেই সমালোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে তিনি বলেন, ‘‘বাংলাদেশিরাও মানুষ এবং তাদের ভারতের মাটিতে বসবাসের অধিকার আছে।’’
আসামে চলমান উচ্ছেদ অভিযান ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘‘তারা যদি বাংলাদেশি হয় তাতে দোষ কোথায়? বাংলাদেশিরাও তো মানুষ। পৃথিবী এত বড়, বাংলাদেশিরা এখানে থাকতে পারেন। কাউকে বঞ্চিত করা যাবে না।’’
সৈয়দা হামিদ বলেন, ‘‘আল্লাহ এই পৃথিবী মানুষের জন্য সৃষ্টি করেছেন, শয়তানদের জন্য নয়। একজন মানুষ যদি পৃথিবীতে দাঁড়িয়ে থাকেন, তাকে উৎখাত করা মুসলমানদের কাছে কিয়ামতের মতো।’’ তিনি অভিযোগ করেন, আসাম সরকার মুসলমানদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অবৈধ অভিবাসীরা ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে, এ ধরনের যুক্তি চরম বিভ্রান্তিকর ও মানবতার পরিপন্থী।
ভারতের অরুণাচল প্রদেশের বাসিন্দা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়ে ব্যাপক সোচ্চার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অবৈধ অভিবাসীদের সমর্থন দেওয়ার চেষ্টার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। রোববার এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী শর্মা লিখেছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান লড়াইকে দুর্বল করে দেওয়ার পরিকল্পিত চেষ্টা হচ্ছে।
‘‘গতকাল জামাত-ই-হিন্দ আমার পদত্যাগ দাবি করে উত্তেজনা ছড়ানোর পর হর্ষ মন্দার, ওয়াজাহাত হাবিবুল্লাহ, ফায়াজ শাহিন, প্রশান্ত ভূষণ ও জওহর সিরকারের নেতৃত্বাধীন দিল্লি-ভিত্তিক একটি দল এখন আসামে ক্যাম্প করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো বৈধ উচ্ছেদ অভিযানকে তথাকথিত ‘মানবিক সঙ্কট’ হিসেবে দেখানো।’’
তিনি বলেন, এটা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই দুর্বল করার পরিকল্পিত প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়। আমরা সতর্ক ও অটল আছি; কোনও অপপ্রচার কিংবা চাপ আমাদের ভূমি ও সংস্কৃতি রক্ষার লড়াই থেকে বিরত রাখতে পারবে না।
সূত্র: আইএএনএস।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)