সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
ভারতের জম্মু ও কাশ্মীর প্রশাসন সরকারি অফিসগুলোতে সাইবার নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করেছে। একইসঙ্গে অফিশিয়াল যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সোমবার (২৫ আগস্ট) জম্মু ও কাশ্মীর প্রশাসনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কমিশনার সেক্রেটারি এম রাজু এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে সাইবার হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জম্মু ও কাশ্মীরে কেন্দ্রশাসিত অঞ্চলের সাইবার নিরাপত্তা আরও উন্নত করা, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা এবং ডেটা চুরি, ম্যালওয়্যার সংক্রমণ ও অননুমোদিত অ্যাকসেসের ঝুঁকি কমানো।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, “জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েট এবং সব জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়সহ সব প্রশাসনিক (সরকারি) বিভাগে দাপ্তরিক ডিভাইসে পেনড্রাইভের ব্যবহার নিষিদ্ধ করা হলো।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ছাড়া সরকার জম্মু ও কাশ্মীরে যেকোনো দাপ্তরিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের ব্যবহারও কঠোরভাবে নিষিদ্ধ করেছে।
আদেশে বলা হয়েছে, “সরকারি বা গোপনীয় তথ্য আদান-প্রদান বা সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপের মতো পাবলিক মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ।”
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)