বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, গাজা থেকে না সরার ঘোষণা নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৩১ জানুয়ারী ২০২৪, ১৮:২৬

নেতানিয়াহু (বামে) ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ফাইল ছবি।

নেতানিয়াহু (বামে) ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন (ডানে)। ফাইল ছবি।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ করতে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু। ‘সমস্ত লক্ষ্য অর্জন’ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ করার শপথ নিয়েছেন তিনি।

একটি চুক্তিতে পৌঁছাতে বন্দীদের পরিবার এবং জনসাধারণের চাপের মধ্যে রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করবো না এবং হাজার হাজার সন্ত্রাসীকে মুক্তি দেব না।’

হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ বলেছেন, যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাব তারা অধ্যয়ন করছে। তবে প্রাধান্যের বিষয় হলো গাজা থেকে ইসরায়েলি বাহিনীর ‘পূর্ণ প্রত্যাহার’ এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি।

হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী কাতার ও মিসর সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন যে, আলোচনাকারীরা একটি চুক্তির বিষয়ে এগিয়েছে। এর মধ্যে রয়েছে দুই মাসের মধ্যে বাকি বন্দিদের পর্যায়ক্রমে মুক্তি এবং গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪