শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহিত
চলতি মাসে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) প্রকাশিত বক্তাদের সংশোধিত প্রাথমিক তালিকার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর উচ্চ-পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথা অনুযায়ী, প্রথম বক্তা হবেন ব্রাজিলের প্রতিনিধি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চ থেকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘে এটি হবে ট্রাম্পের প্রথম ভাষণ।
বক্তাদের আপডেট তালিকায় দেখা গেছে, ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর। এর আগে জুলাই মাসে প্রকাশিত তালিকা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা ছিল মোদির।
অপরদিকে আপডেট তালিকা অনুসারে- ২৬ আগস্ট বক্তব্য রাখবেন ইসরায়েল, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সরকার প্রধানরা।
প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তাদের তালিকা অবশ্য সবসময় অস্থায়ী হয় এবং অধিবেশন শুরুর আগ পর্যন্ত এ তালিকা অব্যাহতভাবে আপডেট হতে থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্টে গিয়েছিলেন মোদি। সেবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। তবে এর কয়েক মাস যেতে না যেতেই মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার দায়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কও আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়ন চলছে।
ধারণা করা হচ্ছে, হয়তো শুল্ক ইস্যুতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়নের কারনেই যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন নরেন্দ্র মোদি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)