সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২


রাশিয়ার তেল কেনায় পশ্চিমারা শুল্ক আরোপ করলে ‘দৃঢ় জবাব’ দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন চাপে ন্যাটোভুক্ত দেশগুলো যদি রাশিয়ান তেল কেনার অজুহাতে চীনের ওপর শুল্ক আরোপের চেষ্টা করে, তবে চীন সিদ্ধান্তমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা বলেছেন।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, 'রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের স্বাভাবিক বাণিজ্য, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা বৈধ এবং এতে কোনো আপত্তি নেই।'

তিনি এক ব্রিফিংয়ে জোর দিয়ে বলেন, 'চীনের বৈধ অধিকার ও স্বার্থ লঙ্ঘিত হলে আমরা সিদ্ধান্তমূলক পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। আমরা দৃঢ়ভাবে আমাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষা করব।'

চীনা কূটনীতিক উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করার মার্কিন পদক্ষেপগুলো 'একতরফা ভয় দেখানো এবং অর্থনৈতিক বলপ্রয়োগের একটি সাধারণ উদাহরণ।' ওয়াশিংটন এর মাধ্যমে 'আন্তর্জাতিক বাণিজ্য নিয়মকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। এটি বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।'

তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনীয় সংঘাতের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত এবং দ্ব্যর্থহীন - বেইজিং বিশ্বাস করে, সংলাপ এবং আলোচনাই সঙ্কট সমাধানের একমাত্র কার্যকর উপায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় নিষেধাজ্ঞা 'যথেষ্ট কঠোর নয়'। তিনি ন্যাটো দেশগুলোকে যৌথভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, জোটের সদস্যদের চীন থেকে আমদানির ওপর ৫০ থেকে ১০০% শুল্ক আরোপ করা উচিৎ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৪ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬.০৬ সন্ধ্যা
এশা ০৭:১৯ রাত

সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫