মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের গভর্নর লিসা কুককে অব্যাহতি দিয়ে যে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বাতিল করে দিয়েছেন মার্কিন আপিল আদালত। ফলে ফের নিজ পদে ফিরে আসার ক্ষেত্রে লিসা কুকের সামনে আর আইনি কোনো বাধা নেই।
গত ২৫ আগস্ট লিসা কুককে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে বহিষ্কার করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আবাসন খাতে অর্থায়ন বিভাগের পরিচালক এবং ট্রাম্পের অনুগত কর্মকর্তা বিল পুল্টের অভিযোগের ভিত্তি এ আদেশ দিয়েছিলেন তিনি। পুল্টের অভিযোগ ছিল, লিসা বন্ধকী ঋণ সংক্রান্ত জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট।
অব্যাহতি আদেশ পাওয়ার পর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন লিসা কুক। তার আবেদনের ভিত্তিতে সেই অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তে অভিযোগের স্বপক্ষে কোনো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।
ফেডারেল রিজার্ভ সিস্টেমের কর্তৃপক্ষের সঙ্গে অবশ্য ট্রাম্পের বিরোধ পুরোনো। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষকে সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছিলেন ট্রাম্প, কিন্তু ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে গত মে মাসে তাকে বহিষ্কারের জন্য পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
তবে সে সময় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় ব্যাপারটি আর বেশিদূর অগ্রসর হয়নি।
সোমবার আপিল আদালত লিসা কুককে স্বপদে বহাল থাকার নির্দেশ প্রদানের পর রায়ের প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন সাংবাদিকরা। কিন্তু হোয়াইট হাউসের কোনো মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
সূত্র : সিএনবিসি, এএফপি
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)