মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২


সিঙ্গাপুরে হোটেলে যৌনকর্মীদের অর্থ-স্বর্ণালঙ্কার লুট করলেন দুই ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৪ অক্টোবর ২০২৫, ১৭:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে হোটেলে যৌনকর্মীদের ডেকে এনে তাদের অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছেন দুই ভারতীয়। এ ঘটনায় গতকাল শুক্রবার (৩ অক্টোবর) তাদের পাঁচবছর এক মাস কারাদণ্ড ও ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।

অরোক্ষস্বামী দাইসন এবং রাজেন্দ্রন মায়লারাসান নামে ওই দুই ভারতীয় যুবক তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

আদালতে অভিযুক্তরা জানান, গত ২৪ এপ্রিল তারা ভারত থেকে সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসায় যান। দুইদিন পর তারা লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটছিলেন। তখন অজ্ঞাত এক ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন তারা যৌনকর্মীদের সেবা নিতে চান কি না।

এরপর ওই ব্যক্তি তাদের দুই নারী যৌনকর্মীর নম্বর দিয়ে চলে যান।

ওই সময় অরোক্ষস্বামী তার বন্ধু রাজেন্দ্রনকে বলেন তাদের যেহেতু অর্থ প্রয়োজন, তাই তারা যৌনকর্মীদের হোটেলে ডেকে এনে তাদের অর্থসম্পদ লুট করবেন। এতে রাজেন্দ্রন সমর্থন জানান। ওইদিন সন্ধ্যা ৬টায় এক যৌনকর্মীকে একটি হোটেলে ডেকে আনেন তারা।

এরপর রুমের ভেতর তার হাত পা বেঁধে তার স্বর্ণালঙ্কার, নগদ দুই হাজার সিঙ্গাপুরের ডলার, তার পাসপোর্ট এবং ব্যাংক কার্ড নিয়ে নেন এ দুজন।

এরপর ওইদিন রাত ১১টায় দ্বিতীয় যৌনকর্মীকে হোটেলে ডেকে আনেন তারা। তিনি হোটেলে আসার পর তার হাত বেঁধে ফেলেন তারা। ওই যৌনকর্মী যেন চিৎকার করতে না পারেন সেজন্য তার মুখে কাপড় গুজে দেন রাজেন্দ্রন। এই যৌনকর্মীর থেকে তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন, তার পাসপোর্ট লুট করেন। এছাড়া তারা ফিরে না আসা পর্যন্ত হোটেল ত্যাগ না করতে ওই যৌনকর্মীকে হুমকি দিয়ে যান।

পরেরদিন দ্বিতীয় যৌনকর্মী অপর এক ব্যক্তি এ ঘটনা সম্পর্কে জানান। এরপর তাদের এ ডাকাতির ঘটনা প্রকাশ পায়।

অরোক্ষস্বামী আদালতকে ডাকাতির ব্যাপারে বলেছেন, “গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন আছে। যার মধ্যে একজন বিবাহিত। আমাদের কোনো অর্থ নেই। তাই আমরা ডাকাতি করেছি।”

অপরদিকে রাজেন্দ্রন বলেন, “ভারতে আমার স্ত্রী ও সন্তানরা একা থাকে। তারা অর্থকষ্টে ভুগছিল। তাই আমরা এ কাজ করেছি।”

সূত্র: স্ট্রেইট টাইমস

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫