সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২


ইরানি নেতারা সমঝোতার জন্য যোগাযোগ করেছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১২ জানুয়ারী ২০২৬, ১৬:৫১

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর সমঝোতার জন্য ইরানের নেতৃত্ব যোগাযোগ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আলোচনা করতে চায়। একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি নেতারা ‘নেগোশিয়েট বা সমঝোতার’ জন্য যোগাযোগ করেছেন। কেননা তিনি দেশটিতে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন।

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের ষোলোতম দিনেও বিক্ষোভকারীরা রাস্তায় রয়েছেন। দেশব্যাপী ইন্টারনেট সংযোগ এখনো বন্ধ রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে শুরু হওয়া এই আন্দোলনে অনেক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এমন অবস্থায় দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দেয় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যদি ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় তবে আমরাও গুলি শুরু করবে।

তার এমন হুমকির পর রোববার ইরানের নেতারা কঠোর সতর্কবার্তা দেন। পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, ইরানের ওপর হামলা হলে দখলকৃত ভূখণ্ডের (ইসরায়েল) পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।

দুই দেশের এমন অবস্থানের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান সমঝোতার জন্য যোগাযোগ করেছে। বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ হ্যাঁ তারা গতকাল ফোন করেছে।’

রোববার রাতে ট্রাম্প বলেন, “তারা নেগোশিয়েট বা সমঝোতা করতে চায়। বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে।”

গত বৃহস্পতিবার থেকে ইরানিয়ান কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে সেখান থেকে তথ্য পাওয়া কঠিন হয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

সোমবার ১২ জানুয়ারী ২০২৬