মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২


যুদ্ধবিরতিতেও থামছে না হামলা, ধ্বংসস্তূপেই জীবন সাজাচ্ছেন গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৪

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা আসার পরও ইসরায়েলি হামলা থামেনি। দখলদার দেশটির ধারাবাহিক বিমান হামলায় ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে শহরের বিভিন্ন এলাকা। গাজাবাসীরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে খুঁজে নিচ্ছেন টিকে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র। খবর রয়টার্সের।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলার পর গাজা এখন শুধু ধ্বংসস্তূপ আর নীরবতায় ভরা। ভেঙে পড়া ঘরের মধ্যে বাসিন্দারা খুঁজছেন তাদের ছোটখাটো জিনিসপত্র। সেগুলো দিয়ে তারা জীবনকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন।

গাজার এক বাসিন্দা বলেন, ‘বাড়িটা ধ্বংস হওয়ার পর আমার আর কিছুই নেই। এখানে শান্তি বা যুদ্ধবিরতির কোনো চিহ্ন নেই। তারা বলে শান্তি আছে, যুদ্ধবিরতি আছে, কিন্তু বাস্তবে কিছুই নেই।’

গাজার আরেক বাসিন্দা বলেন, ‘আমরা অন্য সবার মতোই বাঁচতে চাই। ভালোবাসা, নিরাপত্তা আর শান্তি চাই। তারা বলে সব শেষ, কিন্তু আমরা দেখছি ছোট ছোট অজুহাতে তারা আরো শক্তভাবে আঘাত করছে।’

যুদ্ধবিরতির পরেও জীবন স্বাভাবিক করার বদলে নানা অজুহাতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রতিদিন নতুন নতুন এলাকা মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হামলার বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েল অভিযোগ হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। অন্যদিকে হামাসও একই কারণে ইসরায়েলকে অভিযুক্ত করে।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২৫ ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২০৬ জন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর গাজাজুড়ে অস্থায়ী তাঁবুশিবিরে আশ্রয় নিয়েছে কয়েক লাখ বাস্তুচ্যুত পরিবার।

জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার সতর্কবার্তা সত্ত্বেও গাজা উপত্যকায় আশ্রয়সামগ্রীর অবাধ প্রবাহে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সংস্থাগুলো বলছে, প্রাণঘাতী শীতকালীন ঝড়ের মধ্যে ফিলিস্তিনিরা পড়েছেন চরম দুর্ভোগে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিতে বহু তাঁবু পানিতে তলিয়ে গেছে। এর ফলে উন্নত মানের তাঁবু, কম্বল ও উষ্ণ পোশাকের দাবিতে ফিলিস্তিনিরা আহ্বান জানাচ্ছেন।

ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, কঠোর জীবনযাপনের কারণে গাজায় ফিলিস্তিনিরা ‘শ্বাসযন্ত্রের সংক্রমণ, ক্ষত জটিলতা ও চর্মরোগে’ ভুগছেন। সংস্থাটি আরও জানায়, শিশুরা ‘তীব্র শীতের কষ্টে’ ভুগছে এবং ‘এমন পরিস্থিতিতে ইসরায়েল তাঁবু, ত্রিপল ও অস্থায়ী আবাসনের মতো জরুরি সরবরাহ প্রবেশে বাধা দিচ্ছে বা বিলম্ব ঘটাচ্ছে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬