শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


বেথেলহেমে খ্রিস্টানদের মিছিল

যিশুর জন্মস্থানে যুদ্ধের নীরবতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৩০

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিস্ট—মুসলমানদের কাছে যিনি হযরত ঈসা (আ:)। প্রতিবার বড়দিনে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জড়ো হন সারা বিশ্বের অসংখ্য মানুষ। এবার সেই চিত্রটা ভিন্ন; এবার যিশুর জন্মদিনে তার জন্মস্থানে নেই কোন গাছ, প্যারেড বা আনন্দ-সঙ্গীত। সান্তাক্লজের লজেন্স কিংবা মিষ্টি বিতরণও এবার বিলীন।

কারণ, যিশুর জন্মস্থানে যুদ্ধের নীরবতা। ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা। এবার সেখানে গির্জার ভেতর যিশুর মূর্তি স্থাপন করা হয়েছে ধ্বংসস্তূপের ওপর। সেখানে কোনো তীর্থযাত্রী বা পর্যটকের আনাগোনাও নেই।

ইসরায়েলের হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন এই শহরের অসংখ্য বেসামরিক মানুষ। সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন নারী ও শিশুরা।

বড় দিনেও থেমে নেই ইসরায়েলি হামলা। অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-মাগাজি শরণার্থী শিবিরে এসিন ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে ইসারায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনের নিরীহ নারী-শিশুদের সমর্থন করে এ বছর বড়দিনে বেথেলহেমে নীরব মিছিল বের করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন।

বৃষ্টিভেজা রাস্তায় শান্তির দাবিতে পথে নেমেছে ছোট-ছোট ছেলেমেয়েরা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪