শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


রাফায় আরো ভিতরে ঢুকে ইসরায়েলের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ জুন ২০২৪, ১৮:২৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইসরায়েলি বাহিনী ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে ফিলিস্তিনের রাফার আরো ভিতরে ঢুকে অভিযান শুরু করেছে।

সেখানকা বাসিন্দারা বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান, বিমান হামলা, রণতরী থেকে হামলার পাশাপাশি ইসরায়েলি স্থল বাহিনীও একইসঙ্গে রাফায় হামলা চালাচ্ছে। খবর আরব নিউজের।

এর ফলে গোটা গাজা এখন নরকে পরিনত হয়েছে।ইসরায়েলি বাহিনীর বর্বরতায় জীবন বাঁচাতে বাড়িঘর ও তাবু ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।

ইসরায়েলি স্থল বাহিনী বুধবার থেকে রাফার আল-মাওয়াসি এলাকার দিকে অগ্রসর হতে থাকে।নির্বিচারে কামানের গোলা ছুড়ে অসহায় ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বাড়িঘর গুড়িয়ে দিয়ে নৃশংস গনহত্যা চালাচ্ছে।

অথচ ইসরায়েল আগে গাজার মধ্যে রাফার আল-মাওয়াসি এলাকাটিকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করে সেখানে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছিল।

সেখানে এখন হামলা শুরু করায় এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরো ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ২০০। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো প্রায় ৮৫ হাজার ফিলিস্তিনি।

রাফা থেকে লোকজন এখন গাজার মধ্যাঞ্চল খান ইউনূস ও দেইর আল-বালাহ শহরের দিকে পালাতে শুরু করেছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪