মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


যুক্তরাষ্ট্রে তথ্য পাচার

উবারকে ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৪, ১৭:৪২

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপের চালকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচার করার অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবারকে ২৯ কোটি ইউরো (৩২ কোটি ৪০ লাখ ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ)। খবর এএফপির।

শনিবার এক বিবৃতিতে ডিপিএ জানিয়েছে, উবারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা বিষয়ক নীতিমালা (জিডিপিআর) লঙ্ঘণের যে গুরুতর অভিযোগ উঠেছিল, সেটির সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে এই জরিমানা।

“যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো ইস্যুতে জিডিপিআরের যেসব নীতিমালা রয়েছে, সেসবের একটিও মানেনি উবার। এটা অত্যন্ত গুরুতর অপরাধ,” বলা হয়েছে ডিপিএ’র বিবৃতিতে।

এদিকে উবারের কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানার আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবে কোম্পানি। উবারের এক মুখপাত্র এএফপিকে বলেন, “আমরা জিডিপিআর সম্পূর্ণ মেনে যুক্তরাষ্ট্রে আমাদের হেডকোয়ার্টারে তথ্য পাঠিয়েছি। জরিমানার যে আদেশ দেওয়া হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ এবং অন্যায্য। আমরা এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করব।”

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪