শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২৪, ১৯:৩৯

ফাইল ছবি

ফাইল ছবি

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ভারতের শীর্ষ ধনীর তালিকার প্রথমস্থানে জায়গা করে নিয়েছেন গৌতম আদানি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হারুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষস্থানে রয়েছেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার পরিবার। তার মোট সম্পত্তির পরিমাণ ১১ দশমিক ৬ লাখ কোটি রুপি।

২০২০ সালেও এই তালিকার চতুর্থস্থানে ছিলেন গৌতম আদানি। গত এক বছরে আদানির সম্পদের পরিমাণ ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর মার্কিন প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ আদানি গ্রুপ নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। এরপর আদানির সাম্রাজ্যে ধস নামে। তবে এই ধাক্কা বেশ ভালোভাবে কাটিয়ে উঠেছেন তিনি।

তালিকার দ্বিতীয়স্থানে থাকা মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০ দশমিক ১৪ লাখ কোটি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৩৪ জনে পৌঁছেছে। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

হারুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। তিনি বলেছেন, ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।

ভারতের শীর্ষ ধনীর তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলোজিসের কর্ণধার শিভ নাদার ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ১৪ লাখ কোটি রুপি।

চতুর্থস্থানে আছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সায়রাস এস পুনওয়ালা ও তার পরিবার। তাদের সম্পদের পরিমাণ ২ দশমিক ৮৯ লাখ কোটি রুপি। আর সান ফার্মাসিউটিক্যালসের দিলীপ সাংঘভির আছেন এই তালিকার পঞ্চমস্থানে। সাংঘভি ও তার পরিবারের সম্পদের পরিমাণ ২ দশমিক ৪৯ লাখ কোটি রুপি।

হারুন ইন্ডিয়া আরও বলেছে, গত বছর ভারতে প্রতি পাঁচদিনে নতুন করে একজন বিলিয়নিয়ার হয়েছেন।

সূত্র: এনডিটিভি

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪