রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


মিয়ানমারে চীনা কনস্যুলেটে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২০ অক্টোবর ২০২৪, ১১:০৫

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের মান্দালয় এলাকায় চীনা দূতাবাসে ‘এক্সপ্লোসিভ ডিভাইস’ দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটিতে হামলার ঘটনা ঘটে।

মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। খবর এফপি ও এনডিটিভির।

এ ব্যাপারে চীন কিংবা মিয়ানমারের জান্তা সরকার-কেউই মন্তব্য করেনি। হামলার দায় স্বীকার করেনি এখনও পর্যন্ত কেউ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার মিয়ানমারের মান্দালয়ে চীনের কনস্যুলেট ভবনের এক্সপ্লোসিভ ডিভাইস (এক ধরনের বোমা) হামলা হয়েছে। এ সময় কনস্যুলেট ভবনের সামনে জান্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তবে কেউ হতাহত হয়নি। কে বা কারা এ হামলা চালিয়েছে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেওয়া জান্তা সরকারকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানের বিদ্রোহী উপজাতীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চীনের।

রাতে এক বিবৃতিতে হামলার জন্য ‘সন্ত্রাসবাসীদের’ দায়ী করেছে জান্তা সরকার। সরকার বলেছে, তারা কনস্যুলেট কর্মকর্তাদের সহযোগিতায় এ হামলার তদন্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় দোতলা ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এরই মধ্যে কনস্যুলেট ভবনে নিরাপত্তা বাড়িয়েছে।

এএফপি বলেছে, মিয়ানমারে চীনা দূতাবাসের কাছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪