বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১


শ্রীলঙ্কায় ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কায় গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।

বুধবার দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেছেন, তারা বাংলাদেশি ছয় নাগরিককে গ্রেপ্তার করেছেন। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কার পুলিশ বলেছে, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সিডুয়া এলাকার একটি বাসভবন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।

এই বাংলাদেশিদের বিরুদ্ধে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে লঙ্কান পুলিশ।

এর আগে, গত মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র ভিজথা হেরাথ বলেন, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত সময় ধরে শ্রীলঙ্কায় অবস্থান করছেন অথবা ভিসা বিধি লঙ্ঘন হয় এমন কার্যকলাপে যে বিদেশিরা জড়িয়ে পড়ছেন, সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে।

সূত্র: আইএএনএস, সিনহুয়া।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৪৭ ভোর
যোহর ১১:৪৩ দুপুর
আছর ০৩:৪৪ বিকেল
মাগরিব ০৫:২৪ সন্ধ্যা
এশা ০৬:৩৮ রাত

বুধবার ৩০ অক্টোবর ২০২৪