শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১


র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৮ নভেম্বর ২০২৪, ১৪:১৭

ফাইল ছবি

ফাইল ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তারা হলেন— সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২ ডিসেম্বর (সোমবার) তাদেরকে গুমের অভিযোগে দায়ের করা মামলায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, "আমরা আজ ট্রাইব্যুনালে আবেদন করেছি, কারণ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গুম ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে।" তিনি জানান, মহিউদ্দিন ফারুকী এবং আলেপ উদ্দিন বর্তমানে গ্রেফতার হয়ে রাঙ্গামাটি ট্রেনিং সেন্টার ও বরিশাল রেঞ্জে বন্দি রয়েছেন।

প্রসিকিউটর তামিম আরও বলেন, "গুম কমিশন তাদের বিরুদ্ধে তদন্ত করছে এবং প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।" তিনি বলেন, ট্রাইব্যুনালের আইনে গুমের ব্যাখ্যা সম্প্রতি পরিবর্তিত হয়েছে এবং এখন গুমকে একটি অপরাধ হিসেবে সরাসরি চিহ্নিত করা হয়েছে।

তামিম আরও জানান, গুমের অভিযোগে অভিযুক্ত এই দুই সাবেক র‍্যাব কর্মকর্তাকে আগামী ২ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:০৭ ভোর
যোহর ১১:৫০ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩২ রাত

শনিবার ৭ ডিসেম্বর ২০২৪