বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা পুনঃ তদন্তের নির্দেশ

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৮:৩৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনা পুনরায় তদন্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৪ মে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার একটি বিচারিক আদালত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।

মামলাটি তদন্ত করে গত ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান। চার্জশিটে প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২ ফেব্রুয়ারি এ চার্জশিটে নারাজি আবেদন দাখিল করে ঢাবি কর্তৃপক্ষ। ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি- এই যুক্তিতে নারাজি দাখিল করা হয়। পরে আজ শুনানি শেষে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫