বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১


নোভারটিসের শেয়ার হস্তান্তরের রিট প্রত্যাহার, দায়ের হবে নতুন করে

আদালত প্রতিবেদক

প্রকাশিত:৬ মার্চ ২০২৫, ১৭:২৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে রিটের পক্ষের আইনজীবীরা প্রত্যাহারের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যাহার করে আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার।

পরে আইনজীবী অ্যাডভোকেট ইকতান্দার হোসাইন হাওলাদার বলেন, নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের আমরা আরো ডকুমেন্টস সংগ্রহ করেছি। এগুলো সংযুক্ত করে এখন নতুন করে রিট দাখিল করবো।’ রাষ্ট্রের অর্থপাচার ঠেকাতে নোভারটিসের শেয়ার হস্তান্তরে তদন্ত নিশ্চিত করা জনগুরুত্বপূর্ণ বলে দাবি করেন এ আইনজীবী।

শিগগিরই নতুন করে রিট দায়ের করা হবে বলে জানান তিনি।

আইনজীবী জানান, নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:০১ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:২৫ বিকেল
মাগরিব ০৬:০৪ সন্ধ্যা
এশা ০৭:১৯ রাত

বৃহঃস্পতিবার ৬ মার্চ ২০২৫