বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বুধবার, ১৬ জুলাই) এ মামলায় পলাতক ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফী, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্য গ্রেপ্তাররা হলেন— তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।
প্রসিকিউশন জানায়, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে একটি গাড়িতে তোলা হয় ৫ জনের মরদেহ। আহত একজনকেও তোলা হয় ওই গাড়িতে। পরে পেট্রোল ঢেলে একজন জীবন্তসহ ৬ জনের মরদেহ পোড়ানো হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)