বৃহঃস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
সচিবালয়ে জোর করে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে সচিবালয়ের এসআই গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন।
বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।
শাহবাগ থানার ওসি বলেন, এ ঘটনার পর মঙ্গলবার রাতেই একটি মামলা হয়েছে। মামলায় ১ হাজার থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে এখনো গ্রেফতার করা যায়নি।
এদিকে, এ ঘটনায় বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার জমা দেওয়া হয়েছে। এজাহার পেয়ে আদালত আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল (মঙ্গলবার) ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার দুইশ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতিকারীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষাবোর্ড ও শিক্ষাভবনের উদ্দেশে মার্চ করলেও পরবর্তীতে শিক্ষাভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের সামনে অবস্থান নেন।
আন্দোলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
এর আগে, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের নাম দিয়ে বিক্ষোভ করতে করতে সচিবালয়ের দিকে যায় আন্দোলনকারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
সচিবালয় এলাকা ও আশপাশে টানা দুই ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)