মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা আক্তার ওরফে হালিমা (১৮) এবং বাড়ির দারোয়ান দেলোয়ার হোসেনের (৬০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি নিয়ে রিমান্ডের এ আদেশ দেন।
জানা যায়, গত ৩০ মে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির অভিযোগ এনে দুই মাস পর জুলাইয়ে মামলা করেন গৃহকর্ত্রী সাদিয়া আক্তার সাথী। গত ১০ আগস্ট এ দুই আসামির ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার। দুই দফায় ১১ ও ১৪ আগস্ট রিমান্ড শুনানির দিন পেছানো হয়। এরপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়।
আজ শুনানিকালে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খাঁন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ৫৫ লাখ এক/দুই টাকা না। এক বস্তা টাকা। সে তো আলগায়ে নিতে পারবে না। এটা অবিশ্বাস্য। গরীব দেখে তাদের সঙ্গে এমনটা করা হয়েছে। আর ঘটনার কথা যখন বলা হচ্ছে, গৃহকর্ত্রী তখন বাড়িতেই ছিলেন।
বাদীপক্ষে মামুনুর রহমান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মে রাত ১১টার দিকে সাদিয়া আক্তার সাথী জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উঠিয়ে বাসার বক্স খাটের নিচে লাগেজের ভেতরে রাখেন। ৩০ মে সকাল ৯টার দিকে হালিমা ওই বাসায় কাজ করতে যান। কাজ শেষ করে সাদিয়া আক্তার সাথীকে না জানিয়ে দ্রুত চলে যান। ওইদিন টাকা বের করতে গেলে তা আর পাওয়া যায়নি।
পরে ঘরের আশপাশের সব স্থানে খুঁজেও টাকাগুলো পাননি তিনি। একপর্যায়ে তিনি জানতে পারেন, আসামিরা খাটের নিচে থাকা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করেছে। টাকাগুলো চুরি করে আত্মগোপনে চলে যায় আসামিরা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)