বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২


শিশু ধর্ষণের ২০ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক

প্রকাশিত:১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ সেপ্টেম্বের) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ভুক্তভোগী ওই শিশুটির চাচা বাদী হয়ে আদলতে মামলা করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, আসামি মো. আইজুর হোসেন, পিতামৃত-আজমেশ আলী, সাং সানন্দবাড়ী সবুজপাড়া, থানা-দেওয়ানগঞ্জ জেলা-জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হলো। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে। এবং আরও আদেশ হয় যে, আসামী গোলাম মোস্তফা ওরফে ভাষা, পিতা মোঃ জামাত আলী, সাং সানন্দবাড়ী সবুজপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১)/৩০ ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো এবং ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হলো। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় ১১ বছর বয়সী এক কন্যা শিশু তার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার সময় একই এলাকার জামাত আলীর ছেলে গোলাম মোস্তফার সহযোগিতায় একই এলাকার আজমেশ আলীর ছেলে আইজুর হোসেন ওই শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার চার দিন পর নির্যাতনের শিকার ওই শিশুটির চাচা বাদী হয়ে দুইজনকে আসামি করে আদালতে মামলা করেন।

এ ঘটনায় গত ২০০৪ সালের ১৩ এপ্রিলের দিকে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০ বছর পর এই রায় ঘোষণা করে আদালত। রায়ে অভিযুক্ত আসামি আইজুর হোসেন ও গোলাম মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আইজুর হোসেনকে এক লাখ ও গোলাম মোস্তফাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। তবে আসামিরা পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, সাত জনের সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দুইজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে এক লাখ ও অন্য জনকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৬ ভোর
যোহর ১২:৫৬ দুপুর
আছর ০৪:২৩ বিকেল
মাগরিব ০৬.১১ সন্ধ্যা
এশা ০৭:২৪ রাত

বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫