মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২


সিরাজগঞ্জে তিন হত্যা : হেনরির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল দুই মাস

আদালত প্রতিবেদক

প্রকাশিত:৫ অক্টোবর ২০২৫, ১৬:১৭

ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরিসহ তিনজনের বিরুদ্ধে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন এ মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হেনরি ছাড়া বাকি দুজন হলেন- জেলা আওয়ামী লীগ নেতা মো. শামীম তালুকদার লাবু ও মো. আবু মুসা।

শুনানিতে তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময়ের আবেদন করে প্রসিকিউশন। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জেও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়। বর্তমানে তিনজনই ভিন্ন ভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫