সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২


বিচারকের ছেলে হত্যা : আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণের নির্দেশ

আদালত প্রতিবেদক

প্রকাশিত:২৪ নভেম্বর ২০২৫, ১৭:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসির চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) পিটিশনার হয়ে হাইকোর্ট বিভাগে একটি রিটটি দায়ের করেছিলেন। মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং ভাইরাল বক্তব্য অপসারণ, দায়ী সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন ও বিচারকদের জন্য সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র দ্রুত বাস্তবায়নের জন্য দায়ের করা রিটে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান পিটিশনারের পক্ষে শুনানি করেছেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ রাজপাড়া থানা, রাজশাহী, জালালাবাদ থানা, সিলেট এবং বোয়ালিয়া থানা, রাজশাহীর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। রিটে ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবে না মর্মে রুল জারি করা হয়।

আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ভিকটিম ব্লেমিং বক্তব্য সর্বত্র ছড়িয়ে পড়ায় অত্র হত্যা মামলায় ন্যায়বিচার ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন তা ন্যায়বিচার ত্বরান্বিত করতে সহায়ক হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৯ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৫ বিকেল
মাগরিব ০৫:১৪ সন্ধ্যা
এশা ০৬:৩০ রাত

সোমবার ২৪ নভেম্বর ২০২৫