বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১


শখের বারান্দা সেজে উঠুক বেগুনি ফুলে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৫ জানুয়ারী ২০২৫, ১১:৩২

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

পছন্দের রং বেগনি। তা দিয়েই একচিলতে বারান্দার শখের বাগান সাজিয়ে ফেলতে চান? কিন্তু সেই তালিকায় কোন কোন গাছ রাখবেন বুঝতে পারছেন না? তাহলে বেছে নিন ডালিয়া, থেকে পিটুনিয়া, গ্ল্যাডিওলাস।

ডালিয়া : লাল, হলুদ, সাদা—এই রংগুলো ডালিয়ায় সচরাচর দেখা যায়। তবে একটু খুঁজলে বেগুনি ডালিয়াও পাওয়া যাবে। গাঢ়, হালকা বেগুনি নানা ধরনের রং হয় শীতের ফুলটিতে।

জেরানিয়াম : বাগানে ফুটে থাকা জেরানিয়ামের সৌন্দর্যও কম নয়। সাদা, লালের আধিক্য দেখা গেলেও বেগুনি জেরানিয়াম ফুলও হয়। ঝুলিয়ে রাখা টবে বেগুনি জেরানিয়াম ফুটে থাকলে দূর থেকেও সবার চোখ সে দিকে পড়বে।

গ্ল্যাডিওলাস : শখের বাগানে বেগুনি ফুলের তালিকায় রাখতে পারেন গ্ল্যাডিওলাস। তবে শীতের চেয়ে এই ফুল বসন্তে ভালো ফোটে। বিভিন্ন রঙের গ্ল্যাডিওলাস হয়। গোলাপি, সাদা, গাঢ় লাল, বেগুনি, নীল।

পিটুনিয়া : শীতের বাগানে গাছ ভরা পিটুনিয়া চট করে সবার নজর কাড়তে পারে। রোদ, জল ঠিকঠাক পেলে অল্প পরিচর্যায় বেড়ে উঠতে পারে গাছটি। সাদা, লাল, বেগুনি— বিভিন্ন রঙের হয় এই ফুলগুলো। ঝুলন্ত টবে এই ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে।

ভার্বেনা : বেগুনি ফুলের মাঝে সাদা ছোঁয়া। ভার্বেনা ফুলও বারান্দা বা ছাদবাগানের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে নিমেষে। বেগুনি ছাড়াও সাদা, নীল, লাল, গোলাপি—বিভিন্ন রঙের হয়। থোকায় থোকায় ফুল ফুটলে দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে।

# মির্জা সাইমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:২৯ সন্ধ্যা
এশা ০৬:৪৬ রাত

বুধবার ৮ জানুয়ারী ২০২৫