বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১


বুটের ডালের হালুয়া রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মিষ্টি সব খাবারের মধ্যে হালুয়া অন্যতম। নানা উৎসব আয়োজনে হালুয়া বানানো হয়। অনেক উপাদান দিয়েই পদটি তৈরি করা যায়। একটি মুখরোচক ও সুস্বাদু পদ বুটের ডালের হালুয়া।

কীভাবে এটি তৈরি করবেন, জানুন রেসিপি-

১. বুটের ডাল- হাফ কেজি
২. চিনি- দেড় কাপ
৩. তরল দুধ- দেড় কাপ
৪. গুড়া দুধ- ৪ চা চামচ
৫. লবণ- ১চিমটি
৬. ঘি- পরিমাণ মতো
৭. এলাচ- ২/৩টা
৮. বাদাম
৯. কিসমিস

প্রণালি

ডাল সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে পাটায় বেটে নিতে পারেন। প্যানে ২ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে তাতে এলাচ দিয়ে নাড়তে হবে। ঘি গরম হলে তাতে বাটা ডাল, চিনি, তরল দুধ, লবণ দিয়ে নাড়তে হবে। অনবরত নাড়তে থাকুন। নাড়া বন্ধ হলে লেগে যেতে পারে।

কিছুক্ষণ পর পর হালুয়ার মধ্যে একটু একটু করে ঘি দিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন হালুয়ার গা থেকে ঘি ছেড়ে আসবে তখন এর মধ্যে গুড়ো দুধ দিয়ে আর কিছুক্ষণ নেড়ে ঘি ব্রাশ করা ট্রেতে ঢালতে হবে।

ভাতের চামচ অথবা বেলুন দিয়ে ট্রেতে হালুয়া সমানভাবে ছড়িয়ে দিতে হবে। গরম থাকতেই হালুয়া নিজের পছন্দমতো আকারে কেটে নিতে হবে। গরম থাকতেই হালুয়ার ওপরে বাদাম কিসমিস দিয়ে সাজিয়ে দিতে হবে। ব্যাস বুটের ডালের হালুয়া রেডি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৪ ভোর
যোহর ১২:০৯ দুপুর
আছর ০৪:২৭ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২২ রাত

বৃহঃস্পতিবার ১৩ মার্চ ২০২৫