বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১


চুলের যত্নে সরিষার তেল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৪ মার্চ ২০২৫, ১২:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মাছ বা মাংসে রেসিপিতে সরিষার তেল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক মজাদার হয়। সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ ও স্বাদ অনেকের প্রিয়। রান্নার পাশাপাশি চুলের যত্নেও সরিষার তেল উপকারী। এ তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি ও কে। যা চুলের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে। বাইরের ধুলাবালির কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়। সরিষার তেলের সঠিক ব্যবহারে চুলের অনেক সমস্যার সমাধান সম্ভব।

সরিষার তেল ও কারিপাতা

আধা কাপ সরিষার তেলের সঙ্গে কয়েকটি কারিপাতা ফুটিয়ে নিন। তেল ঠাণ্ডা হলে এটি মাথার ত্বক এবং চুলের গোড়ায় ভালো করে মালিশ করুন। সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করলে চুলের গোড়া শক্তিশালী হয়ে চুল ঘন, কালো ও লম্বা হবে।

সরিষার তেল ও আমলকী

সরিষার তেলের সঙ্গে ২ চা চামচ আমলকীর পাউডার মিশিয়ে মাথায় মাখুন। কিছুক্ষণ অপেক্ষা করে চুলে লাগিয়ে রাখুন। সপ্তাহে দুই-তিন দিন ব্যবহারে চুলের ঘনত্ব বাড়বে এবং পাকা চুলের সমস্যাও কমে যাবে।

সরিষার তেল ও নারকেলের দুধ

দুই চামচ সরিষার তেলের সঙ্গে কয়েক চামচ নারকেল দুধ মিশিয়ে চুলে ভালো করে মালিশ করুন। এই মিশ্রণ মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল নরম ও ঝলমলে করবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বৃহঃস্পতিবার ৩ এপ্রিল ২০২৫