রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
ছবি সংগৃহীত
ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার থেকে খুলবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। ইতোমধ্যে লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী।
ছুটি শেষে বাসায় ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন সবাই। তবে তার আগে জরুরি কিছু কাজ করা প্রয়োজন। যেগুলো না করলে ঝুঁকির মুখে পড়তে পারে নিরাপত্তা।
প্রথমেই বাসা পরিষ্কার করে নিন
বাসায় ফিরে প্রথমে প্রতিটি জানালা খুলে দিন। যাতে বাইরের আলো-বাতাস ঘরে প্রবেশ করতে পারে। এতে ঘরের ভেতরে তৈরি হওয়া গুমোট পরিবেশ দূর হবে। এরপর একে একে ঘরের প্রতিটি কক্ষ ঝাড়ু দিন। দীর্ঘদিন ঘরের বাইরে থাকাতে ঘরের প্রতিটি আসবাবে ধুলার আস্তরণ জমে। এগুলো মুছে দিন।
সুটকেস খালি করুন
ঘর পরিষ্কার করা শেষ হওয়ার পর সুটকেস থেকে নিজের জামা-কাপড় বের করে গুছিয়ে নিন। ভ্রমণ-পরবর্তী কাজগুলো যত দ্রুত শেষ করতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
বৈদ্যুতিক সরঞ্জামগুলো চালু করুন
বাসা থেকে বের হওয়ার আগে যেসব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে গিয়েছিলেন, সেসব চালু করে দিন। কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির সুইচ চালু করে দেখুন। সবগুলো প্লাগ খুলে রাখা থাকলে সেগুলো লাগিয়ে ফেলুন। আর ফ্রিজে কোনো খাবার রেখে গেলে, তার অবস্থা পর্যবেক্ষণ করুন।
এসেই গ্যাস চালু করবেন না
প্রায়ই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শোনা যায়। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে অবশ্যই গ্যাস সিলিন্ডার বা গ্যাসের লাইন অফ করে রেখে গিয়েছিলেন। ফিরে এসে গ্যাসের চুলা ধরানোর আগে অবশ্যই রান্নাঘরের জানালা খুলে দিবেন। ঘরের পরিবেশ স্বাভাবিক হলে এরপর চুলা জ্বালান।
বাসায় ঢুকেই এসি চালু করবেন না
দীর্ঘ ভ্রমণ শেষে বাসায় ঢুকেই এসি ছেড়ে দিবেন না। দীর্ঘদিন পর বাসায় প্রবেশ করেই এসি চালানো এসির জন্য বেশ ক্ষতিকর। ঘরে প্রবেশ করামাত্র এসি ছাড়লে ভেতরের গরম বাতাসের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর জমে থাকা ধুলাকণা প্রবেশ করতে পারে এসিতে।
গাছপালা
ঈদের ছুটিতে একটা লম্বা সময়ের জন্য ঘর থেকে বাইরে থাকা হয়। এ সময় গাছপালার যত্নে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকেন অনেকেই। বাসায় ফিরে সেই গাছের অবস্থা ও পরিচর্যার বিষয়ে নজর দিন। গাছে পানির অভাব মনে হলে পর্যাপ্ত পানি দিন।
মশা নিরোধক স্প্রে
এবারে ঘরের জানালা ও দরজা পুনরায় বন্ধ করে মশা নিরোধক স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। অন্তত মিনিট পনের পর জানাল ও দরজা খুলে ফ্যান চালু করে দিন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)