রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২


যেসব ফল খাওয়া যায় আবার ত্বকে ব্যবহার করাও যায়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২০ জুলাই ২০২৫, ১৭:০১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আপনি জানেন কি— এমন কিছু ফল আছে, যা খাওয়াও যায়, আবার রূপচর্চা হিসাবে মুখে ব্যবহার করাও যায়। এ ফল খাওয়ার পাশাপাশি ত্বক হিসাবে মুখে ব্যবহার করলে দ্বিগুণ উপকারও মেলে। আপনার ত্বক সমস্যা যেন একেবারে নিমেশে উধাও হয়ে যায়।

তবে ফলের গুণাগুণ বর্ণনায় শেষ করা কঠিন। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হয় ফল। শরীরে ভিটামিন ও মিনারেল জোগাতে তাজা ফলের চেয়ে ভালো কিছু হয় না। তাই ফল খেলে ত্বকের সমস্যা অনায়াসে দূর হয়ে যায়। প্রতিদিন ডায়েটে রাখুন তাজা ফল, তেমনই আপনার স্কিন কেয়ারেও থাকুক তারা। কিছু ফল রয়েছে, যা খাওয়ার পাশাপাশি ত্বকে মেখে নিলে দ্বিগুণ উপকার মেলে। ত্বকের সমস্যা যেন এক নিমেশে উধাও হয়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফল খাওয়ার সঙ্গে মুখেও ব্যবহার করা যায়—

পাকা পেঁপে

পাকা পেঁপে ভিটামিন এ, বি, সির মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। সকালে খালি পেটে পাকা পেঁপে দুর্দান্ত উপকার মেলে। সেই সঙ্গে মুখে পেঁপের পেস্ট বা ফেসপ্যাক মাখলে দাগছোপ থেকে মুক্তি পাওয়া যায়। এক টুকরো পাকা পেঁপে ম্যাশ করা সরাসরি মুখে মাখতে পারেন। এ ছাড়া এতে মধু মিশিয়েও ত্বকে ব্যবহার করা যায়।

শসা

ভিটামিন ও মিনারেলে ভরপুর শসা ত্বকের জন্য ভীষণ উপকারী। এতে পানির পরিমাণ বেশি থাকায় শসা খেলে ত্বক হাইড্রেটেড থাকে। আবার শসা মাখলেও ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি ডার্ক সার্কেল, দাগছোপের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। শসা কেটে সরাসরি মুখে বুলিয়ে নিন। এ ছাড়া শসা ব্লেন্ডার করে এর রস ছেঁকে বের করে নিন। এরপর শসার রসও ত্বকে ব্যবহার করলে উপকার পারেন।

স্ট্রবেরি

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হয় স্ট্রবেরি। এই ফল যেমন ক্রনিক অসুখের ঝুঁকি কমায়, তেমনই ত্বকের প্রদাহ প্রতিরোধ করে। ব্রণ, র‍্যাশের সমস্যা কমাতে মুখে স্ট্রবেরির পেস্ট মাখতে পারেন। মুখে স্ট্রবেরি মাখলে দুই গালেও পাবেন প্রাকৃতিক গোলাপি আভা।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫১ সন্ধ্যা
এশা ০৮:১২ রাত

রবিবার ২০ জুলাই ২০২৫