সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১


নুডলস সেদ্ধ করা পানির ৩ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:২৭ জানুয়ারী ২০২৪, ১৬:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

বাড়িতে নাশতার টেবিলে রুটি, পরটো থাকে বেশি। সেসঙ্গে পাল্লা দেয় নুডলস আর চাউমিন। সন্ধ্যার নাশতা কিংবা বাড়িতে অতিথি এলে চটজলদি কিছু বানিয়ে দেওয়ার কথা ভাবলেই এর কথা আসে। নুডলস রান্নার প্রথম ধাপ হলো এটি সেদ্ধ করে নেওয়া।

সাধারণত নুডলস সেদ্ধ করার পর এই পানি ফেলে দেওয়া হয়। জানলে অবাক হবেন, এই পানিই বিভিন্ন কাজে লাগাতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী-

ডাল নরম করা-

যেকোনো ডাল রান্নার আগে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়। মটর বা ছোলা হলে আরেকটু বেশি সময় লাগে। এই ডালগুলো এমনিতেই বেশ শক্ত আর সেদ্ধ হতে অনেক সময় লাগে। সাধারণ পানির বদলে নুডলস সেদ্ধ করা গরম পানিতে ডাল ভিজিয়ে রাখুন। সেদ্ধ হয়ে যাবে দ্রুত।

মশলা কষানো-

যেকোনো রান্নায় শুরুতেই মসলা কষিয়ে নিতে হয়। মশলা শুকিয়ে কড়াইয়ে লেগে যেতে চাইলে খানিকটা পানি দিয়ে ফের কষানো হয়। এক্ষেত্রে সাধারণ পানি না দিয়ে নুডলস সেদ্ধ পানি ব্যবহার করতে পারেন। এতে ঝোল বেশি সুস্বাদু হবে।

স্যুপ তৈরি-

শীতের সময় সবজি দিয়ে স্যুপ বানিয়ে খেতে সবারই ভালো। অনেকে আবার মুরগির মাংস দিয়ে বানান চিকেন স্যুপ। আপনার যেই স্যুপই পছন্দ তাতে যোগ করুন নুডলস বা চাউমিন সেদ্ধ করা পানি। বেড়ে যাবে স্বাদ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫০ ভোর
যোহর ১২:০৮ দুপুর
আছর ০৪:২৮ বিকেল
মাগরিব ০৬:০৯ সন্ধ্যা
এশা ০৭:২৪ রাত

সোমবার ১৭ মার্চ ২০২৫