বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


পেটে ব্যথার কারণ অ্যাপেন্ডিসাইটিসে সংক্রমণ কিনা বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৩:২৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অনেক কারণে পেটে ব্যথা হতে পারে। হজমে সমস্যা, খাওয়াদাওয়ার অনিয়ম ইত্যাদি পেটে ব্যথার সাধারণ উপসর্গ। তবে এটি বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত কিনা তা সবসময় বোঝা যায় না। বিশেষত অ্যাপেন্ডিসাইটিস (appendicitis)।

এই রোগের অন্যতম উপসর্গ পেট ব্যথা। অ্যাপেন্ডিসাইটিসে কোনো সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসা করা জরুরি। নয়তো জটিলতা বাড়তে পারে।

অ্যাপেন্ডিসাইটিস কী?
চিকিৎসকদের মতে, অনেক সময়ে কোনো খাবারের টুকরো ঢুকে বৃহদন্ত্রের থলির মতো অংশটির মুখ যদি আটকে যায়, তখন সেই অংশে সংক্রমণ ঘটে। ফলে জায়গাটি ফুলে ওঠে, ব্যথা হয়। চিকিৎসার পরিভাষায় একেই অ্যাপেন্ডিসাইটিস (appendicitis) বলে। চিকিৎসকদের মতে সাধারণত ১০ থেকে ৩৫ বছরে বয়সে অ্যাপেন্ডিসাইটিস বেশি দেখা যায়। এরপর বয়স যত বাড়ে, অ্যাপেন্ডিসাইটিস আরও ছোট হয়ে শুকিয়ে যায়।

পেটের ব্যথা অ্যাপেন্ডিসাইটিসের কিনা বুঝবেন কীভাবে?
চিকিৎসকদের মতে, এই সমস্যা হলে পেটে ব্যথা ছাড়াও আরও কিছু উপসর্গ দেখা যায়। ব্যথার ধরনও অন্য রকম হয়।

অ্যাপেন্ডিসাইটিস সংক্রমণ হলে তলপেট ফুলে ওঠে। সঙ্গে প্রচণ্ড ব্যথা হয় এবং এই ব্যথা ক্রমশ বাড়তে থাকে। অ্যাপেন্ডিসাইটিসের অবস্থান তলপেটের ডান দিকে থাকে। তাই এই ব্যথা সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে তলপেটের ডান দিকে ছড়াতে থাকে। সংক্রমণ শুরুর দিকে অল্প ব্যথা থাকলেও সঙ্গে বমি হয়। সারাক্ষণই বমিভাব থাকে।

এমন সংক্রমণ হলে জিভে কোনো স্বাদই ভালো লাগে না, তাই খাদ্যে অরুচি দেখা দেয়। কোনো কোনো রোগীর ক্ষেত্রে এই সংক্রমণের শুরুতে ডায়েরিয়া দেখা যায়। আবার কারও ক্ষেত্রে হতে পারে কোষ্ঠকাঠিন্যও।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫